Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ৬:৫৯ পিএম

চীনের সহায়তায় পাকিস্তান ২০২২ সালে প্রথম মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠাবে। প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম বেইজিং সফরের আগে এই ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। খবর দি নিউজ।
সূত্র জানায়, ২০২২ সালে পাকিস্তানের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশনের পরিকল্পনা করা হয়েছে এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তা অনুমোদন করেছেন।
এ ব্যাপারে পাকিস্তানের স্পেস এন্ড আপার এটমোসফিয়ার রিসার্স কমিশন (সুপারকো) ও একটি চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
চলতি বছরের শুরুতে চীনের উৎক্ষেপন যান ব্যবহার করে পাকিস্তান তার নিজের তৈরি দুটি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপন করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন। তিনি সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ