Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১০:৪০ এএম | আপডেট : ১১:০৫ এএম, ২৬ অক্টোবর, ২০১৮

টেকনাফে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যসায়ী নিহত হয়েছে। হামিদুল ইসলাম প্রকাশ লালাইয়া নামের
ওই ব্যক্তি নাফনদীর পাড়ে দু‘গ্রুপ ইয়াবা ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে বলে জানাগেছে।

২৬ অক্টোবর ভোররাতে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমারের নেতৃত্বে একদল পুলিশ টহলের সময় দমদমিয়া এলাকায় নাফনদীর কিনারায় গোলাগুলির শব্দ শুনতে পায়।
পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।

এসময় উভয়পক্ষের প্রায় ৩৫/৪০ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে একটি গুলিবিদ্ধ মৃতদেহ, ২টি দেশীয় তৈরী অস্ত্র, ১০ রাউন্ড বুলেট ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

নিহত ইয়াবা কারবারী লালাইয়ার বিরুদ্ধে
টেকনাফ মডেল থানায় ৩টি মাদক, ৪টি মারামারি ও ১টি মানবপাচারসহ বেশ কয়েকটি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে জানাগেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ