Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের মুখে হাসি

ফেনীতে আগাম জাতের আমন কাটা শুরু

ওমর ফারুক, ফেনী : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:২৬ এএম

ফেনীতে আগাম জাতের ধান চাষীরা ফসল ঘরে তুলার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। এবার কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে তারা বিনা ধান-৭ চাষ করে ১১০ দিনে মাথায় ফলন তুলতে পেরে খুশি। এছাড়াও আবহাওয়া অনূকুলে থাকায় ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় খোশ মেজাজে রয়েছেন বিনা ধান-৭ চাষীরা। এখন ধান তুলেই তারা ওই জমিতে শীতকালীন সবজি চাষাবাদ শুরু করে দিতে পারবেন। এতে করে এক বছরে একই জমিতে ৪ বার ফলন পাবেন তারা।

সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম মাছিমপুর এলাকার কৃষক নিজাম উদ্দিন জানান, তিনি কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদের পরামর্শে এবার পরীক্ষামূলকভাবে বিনা ধান-৭ এর আবাদ করেছেন। এজন্য তিনি কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ, সার ও ধানের বীজ বিনামূল্যে পেয়েছেন। আবাদের ১১৩ দিনের মাথায় তার জমিতে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে ধান কর্তন করেছেন। গতকাল বৃহস্পতিবার ধান কর্তনকালে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকতা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফেনী সদর পরিসংখ্যান কর্মকর্তা প্রেয়সী ভট্টাচার্য্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা এ এম খালেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদা ইয়াসমিন, পলাশ চন্দ্রন দাস উপস্থিত ছিলেন। মাড়াইয়ের পর দেখা যায়, প্রতি শতকে ১৪ কেজি ধান পাওয়া গেছে। অন্য কোন জাতের ধান চাষ করলে ১০ কেজির উপর পাওয়া যায়না। এখন তিনি ওই জমিতে শীতের সবজি চাষ করবেন। নিজাম জানান, শুরুর দিকে আশপাশের চাষীরা এ ধান চাষে তেমন উৎসাহী ছিলোনা। কিন্তুু এবার তার জমিতে সবার আগে ধান কাটা হয়েছে। ফলনও বেশি। বাজারে দামও ভালো। এমন লাভ দেখে অনেকেই আগামী মৌসূমে বিনা-৭ জাতের ধান চাষাবাদ করবেন বলে জানিয়েছেন।

লেমুয়া ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক আবদুল মতিন জানান, বিনা ধান-৭ কেটে তিনি ইতিমধ্যে ঘরে তুলেছেন। তিনি ওই জমিকে আলু চাষ করার উপযোগী করে তুলেছেন। কিন্তুু আশ পাশের কৃষকরা অন্য জাতের ধান চাষ করায় এখনও কাটতে পারেনি।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিন জানান, ফেনী সদর উপজেলায় চলতি আমন মৌসুমে ৫০ হেক্টর জমিতে বিনা ধান-৭ আবাদ করা হয়েছে। এর মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে কৃষকদের উৎসাহ দিতে ৩০টি প্রদর্শনী করা হয়েছে। প্রণোদনার জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিনামূল্যে সার, বীজ প্রদান করা হয়েছে। অন্যান্য ধানের জাত ১৪০ থেকে ১৫০ দিনে কর্তন যোগ্য হলেও বীনা ধান -৭ ফসলটি ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। এবার ফেনীতে প্রতি হেক্টরে বিনা ধান-৭ চাষীরা সাড়ে ৪ টনের বেশি ধান পেয়েছে। এখন বীনা ধান-৭ এর চাষীরা তাদের জমি তৈরী করছে শীতকালীন সবজি চাষাবাদের জন্য। অথচ অন্য জাতের ধান চাষীরা এখনও তাদের ধান কর্তন শুরু করতে পারেনি। তিনি আরও জানান, বীনা ধান-৭ চাষ করলে ওই জমিতে বছরে ৪ বার ফসল ফলানো যায়। এ কারণেই মূলত কৃষকরা এ ধানের আবাদে ঝুঁকছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন

২৬ নভেম্বর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ