Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দার কবলে স্মার্টফোন

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মত অ্যাপলের বাজার মন্দা। গত মঙ্গলবার অ্যাপল কর্মকর্তারা জানান যে,  আইফোন বিক্রি প্রথম সারি থেকে একটু কম যা যুক্তরাষ্ট্রের বাজারে সংগ্রাম করে শুধুমাত্র এক নম্বর থাকার ক্ষেত্রে। গ্লোবাল স্মার্টফোন শিপমেন্ট ২০১৬ সালের প্রথম প্রন্তিকে এ সমস্যা হয়েছে বলে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯৯৬ সালে শুরু করে বিশ্বব্যাপী চালানে এটাই প্রথমবার যা আধুনিক স্মার্টফোনের বাজারে একটি বাৎসরিক ভিত্তিতে সংকুচিত হয়েছে। অ্যাপল ফার্ম-এর পরিচালক লিন্ডা জানান, গ্লোবাল স্মার্টফোন শিপমেন্ট প্রথম প্রান্তিকে ২০১৬ সালে ৩৩৪.৬ মিলিয়ন বাজারজাত হয়, যা ২০১৫ সালে প্রথম প্রান্তিকে শিপমেন্ট হয় ৩৪৫ মিলিয়ন ইউনিটস। তিনি বলেন, এ অবস্থার জন্য চীনের মতো দেশগুলোর বাজার সম্পৃক্তি এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে সাবধানতা দরকার বলেও জানান। যদিও স্যামসাং এখনও বাজারে নেতৃস্থানীয়। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স অনুযায়ী ৭৯ মিলিয়ন ফোন বিক্রি হয়। ২০১৫ সালে প্রথম প্রান্তিকে প্রায় কাছাকাছি ৪ মিলিয়ন কম বিক্রি হয় অ্যাপল অর্থাৎ বিশ্ব বাজারে চাহিদা অনুসারে অ্যাপেল দুই নম্বরে অবস্থান করছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্দার কবলে স্মার্টফোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ