Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এমন আচরণ করা ঠিক না

রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হতে বললেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:১০ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাড়িতে বিস্ফোরক পাঠানোর ঘটনা নিয়ে এক প্রতিক্রিয়ায় রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বুধবার রাতে উইসকনসিনে এক র‌্যালিতে তিনি বলেন, রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের প্রতিপক্ষর বিরুদ্ধে এমন আচরণ করা ঠিক না। মঙ্গলবার ওবামা ও হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো এক পার্সেল থেকে ‘বিস্ফোরক দ্রব্য’ এর সন্ধান পায় গোয়েন্দারা। মার্কিন কর্মকর্তারা সন্দেহজনক ওই ডিভাইস সরিয়ে নিয়েছে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর ভবনেও সন্দেহজনক বস্তু পাওয়া যায়। সেটিকে বিস্ফোরক দ্রব্য বিবেচনা করে সরিয়ে নেওয়া হয় সব কর্মীদের। এই পার্সেল কোথা থেকে পাঠানো হয়েছে তার তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস। এর আগে সোমবার ধনকুবের জর্জ সোরেসের বাড়িতে এমন প্যাকেজ পাঠানো হয়েছিলো। . তবে বিস্ফোরক পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট নির্দিষ্ট করে ওবামা বা হিলারি কারও নাম উল্লেখ করেননি। দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, মিডিয়ার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষদের ঐতিহাসিক খলনায়ক ভাবা ঠিক নয়। কিন্তু তারপরও তাদেরকে তেমনভাবেই তুলনা করা হয়। মার্কিন সিক্রেট সার্ভিস জানায় তারা ওয়েস্টচেস্টারে ক্লিনটনের বাড়িতে পাঠানো একটি প্যাকেজ থেকে বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে সেটি উদ্ধার করা হয়। আর বুধবার সকালে ওয়াশিংটনে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো আরেকটি বিস্ফোরক দ্রব্যের সন্ধান পান তারা। এক বিবৃতিতে তারা জানায়, তারা প্রাত্যাহিক পার্সেল অনুসন্ধান করছিলেন। সেসময় বিস্ফোরক সদৃশ ওই বস্তুর সন্ধান পাওয়া যায়। সেখানেই সেগুলো প্রতিহত করা হয়েছে। হিলারি বা ওবামা কাউকেই প্যাকেজগুলো পাঠানো হয়নি। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ