Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা নৌ-অঞ্চলে আয়কর রির্টান ওয়ার্কশপ

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৫৬ পিএম

খুলনা নৌ অঞ্চলে কর্মরত সকলস্তরের কর্মকর্তা ও নৌ সদস্যদের আয়কর বিষয়ক সম্যকজ্ঞান এবং কর প্রদানে সহযোগিতার উদ্দেশ্যে আয়কর ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে আয়কর বিভাগ খুলনা কর্তৃক খালিশপুরস্থ বানৌজা তিতুমীরে মাল্টিপারপাস হলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত ওয়ার্কশপে অধিনায়ক বানৌজা শের-ই-বাংলা কমডোর এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, খুলনা নৌঅঞ্চলের সকল নৌ কর্মকর্তা ও সদস্যগণ, খুলনার কর কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা এবং ট্রাষ্ট ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশ গঠন, আর্থসামাজিক অবস্থার উন্নয়নসহ নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচিতে আয়করের ভূমিকা বিবেচনায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া সকল নৌ সদস্যদের জন্য আয়কর ওয়ার্কশপের আয়োজন করেন। উক্ত আয়কর ওয়ার্কশপে আয়কর প্রদান উদ্ধুদ্বকরণে আলোচনা, ভিডিও টিউটোরিয়াল প্রদর্শন, ই-টিআইএন রেজিষ্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিলসহ নানাবিধ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়কর

৩০ নভেম্বর, ২০২১
৪ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ