Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র অভিনয়ে আগ্রহী ছোটপর্দার এলভিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৪৭ পিএম

ছোটপর্দার অভিনেত্রী তাসনোভা এলভিন নাটকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখন ধারাবাহিক নাটকে অভিনয়ে বেশি ব্যস্ত। নাটকগুলো হচ্ছে আমিরুল ইসলাম অরুনের ‘খানদানী মঞ্জিল’, হিমেল আশরাফের ‘কাঁচের পুতুল’, কাজল আরেফিন অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং বিপ্লব হায়দারের ‘ডিগবাজি’। তবে চলচ্চিত্রের প্রতিও তার আগ্রহ রয়েছে। গল্প এবং মনের মতো চরিত্র পেলে এলভিন কাজ করতে চান চলচ্চিত্রে। সেই প্রতীক্ষায় আছেন তিনি। এদিকে এলভিন নিয়মিত চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এলভিন বলেন, ‘আমি যে ধারাবাহিকগুলোতে কাজ করছি প্রত্যেকটি ধারাবাহিকেই আমার চরিত্র খুব গুরুত্বপূর্ণ। যে কারণে প্রতিটি নাটকে কাজ করেই আমি বেশ তৃপ্ত। প্রতিটি নাটকের চরিত্রে নিজেকে চরিত্রানুযায়ী ফুটিয়ে তোলার জন্য আমি বেশ শ্রম দিয়ে কাজ করি। যেহেতু অভিনয় আমার পেশা, তাই এখানে সর্বোচ্চ মনোযোগ দিয়েই আমি কাজ করি। কাজগুলোর জন্য যখন দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাই তখন ভীষণ ভালো লাগে।’ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এলভিন বলেন, ‘অবশ্যই একজন শিল্পী হিসেবে আমার স্বপড়ব আছে চলচ্চিত্রে অভিনয় করার। যেদিন ব্যাটে বলে সব মিলে যাবে সেদিনই কাজ করবো।’ বি. বাড়িয়ার মেয়ে তাসনোভা এলভিন এরইমধ্যে সজলের বিপরীতে তপু খানের নির্দেশনায় ‘রাতের গাড়ি’ নাটকের কাজ শেষ করেছেন। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তাসনোভা এলভিনের প্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান, মোশাররফ করিম ও জয়া আহসান। এলভিন জানান, শিগগিরই তিনি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ