Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

বোরহানউদ্দিন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৩৪ পিএম

ভোলার বোরহানউদ্দিনে প্রাণ আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাসন সড়কের বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে আইউব আলী (৫৫) ও একই ওয়ার্ডের সৈয়দ আহম্মদের ছেলে আয়ুব আলী (৫০)। ওই ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে আনলেও ড্রাইভারসহ অন্যরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, সকাল ১১টার দিকে প্রাণ আরএফএলের কাভার্ড ভ্যানটি বেপরোয়াভাবে চালিয়ে চরফ্যাশনে যাওয়ার পথে দুই মোটরসাইকেল আরোহীকে সামনের দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। তাদের মোটরসাইকেলটিও ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ড্রাইভার হেলপারকে ধাওয়া দিলে তারা গাড়ি রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস অফিসের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক তাদের ভোলা সদর হাসপাতালে পাঠান।

বোরহানউদ্দিন উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোবাশ্বের হাসান লিমন জানান, আশঙ্কাজনক দুই আহত ব্যক্তিকে ভোলা সদর হাসপাতে পাঠানো হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল আরোহীর পায়ের উপর দিয়ে চালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ