Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহিনূরের দাবি পাকিস্তানেরও

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সমস্যা এখনও বর্তমান। এরই মধ্যে রতœরাজ কোহিনুরকে তাদের সম্পত্তি বলে দাবি করতে শুরু করল পাকিস্তান। একটি পাক সংবাদপত্র সূত্রে খবর, লাহোর হাইকোর্টে কোহিনুরকে পাকিস্তানের সম্পত্তি দেখিয়ে দায়ের করা হয়েছিল এক জনস্বার্থ মামলা। সেখানে মামলাকারী ব্যক্তি জানিয়েছেন, ব্রিটিশ শাসকরা দলীপ সিং-এর কাছ থেকে জোর করে কোহিনুর হীরে ছিনিয়ে নিয়েছিল। তাই মামলাকারী দাবি করেছেন যে তাদের সম্পত্তি কোহিনুর পাকিস্তানে ফিরিয়ে আন হোক।
অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক সরকারি আধিকারিক কোর্টকে জানিয়েছেন, লাহোর ট্রিটির সময় পাকিস্তানের পক্ষ থেকে এই হীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপহার দেয়া হয়েছিল। ফলে তা ফিরিয়ে আনা সম্ভবপর নয়। অন্যদিকে, মামলাকারীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, দুই দেশের মধ্যে কোনও চুক্তি স্বাক্ষরিত হলে এই রতœ কেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপহার দেয়া হয়েছিল? লাহোর হাইকোর্টের বিচারক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকারকে অবিভক্ত পাঞ্জাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হওয়া লাহোর ট্রিটির চুক্তিপত্র পেশ করার নির্দেশ দিয়েছেন পরবর্তী শুনানিতে। কিছুদিন আগে ভারতের সুপ্রিমকোর্টেও কোহিনুর নিয়ে জনস্বার্থ মামলায় এই রতœরাজকে ভারতের সম্পত্তি বলে দাবি করা হয়েছিল। বর্তমানে কোহিনুর টাওয়ার অফ লন্ডনে রয়েছে। ভারতের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান ও ইরানও কোহিনুরকে নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোহিনূরের দাবি পাকিস্তানেরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ