Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন পরমাণু বোমাবাহী শব্দের চেয়ে দ্রুতগামী বা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে বলে জানিয়েছে পেন্টাগন। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। রাশিয়া শব্দের চেয়ে দ্রুতগামী গ্লাইডারের পরীক্ষা সম্পন্ন করার কয়েক দিনের মধ্যেই এমন পরীক্ষা করল চীন। সাধারণত এ জাতীয় ক্ষেপণাস্ত্রকে গ্লাইডার বলা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একে ছুড়ে দেয়া হয় ঊর্ধ্ব আবহম-লে। তারপর শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ভেসে যায় । চীনের মধ্যাঞ্চলে অবস্থিত উজুই কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মার্কিন উপগ্রহ থেকে ডিএফ-জেডএফের ওপর নজর রাখা হয়েছে। আবহম-লের প্রান্তঃসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে। ডিএফ-জেটএফ নিয়ে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আতংকে ভুগছে আমেরিকা। ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে যেয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেয়ার সক্ষমতা রাখে এটি। ডিএফ-জেডএফ দিয়ে বেইজিং হামলা চালায় কিনা তাই এখন আমেরিকার আতংক হয়ে উঠেছে বলে ওয়াশিংটন ফ্রি বেকন জানিয়েছে। ২০১৪ থেকে ২০১৫ সাল এ ক্ষেপণাস্ত্রের ছয় দফা সফল পরীক্ষা করছে চীন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ