পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অতীতের ভুল স্বীকার করে বিএনপি থেকে বহিস্কৃত ১২ নেতা আবার দলে ফিরলেন। এক এগারোর সময় ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত এ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের হাত ধরে দলে ফেরেন। এর পর দলের ফেরা এসব নেতাদের সাথে মহাসচিব মতবিনিময় করেন।
দলীয় সূত্র জানায়, কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক সিদ্ধান্তের পরই তাদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সংস্কারপন্থীদের যারা অতীতের কর্মকান্ডের জন্য ভুল স্বীকার করে বিএনপি চেয়ারপার্সনের কাছে আবেদন করেছেন, শুধু তাদেরই দলে ফেরানো হচ্ছে। ধাপে ধাপে অন্যদেরও দলের মূল রাতে ফিরিয়ে নেয়া হবে। প্রথম ধাপে ১২ জনকে ফিরিয়ে নেওয়ার পেছনে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।
কারাবন্দি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি শিগগিরই চূড়ান্ত আন্দোলনে নামার পরিকল্পনা করছে। মাঠের আন্দোলনে নামার আগে সবাইকে নিয়ে দলীয় শক্তিকে আরও সুসংহত করতে চায় দলটি। এ লক্ষ্যে দলের পুরনো নেতাদের মধ্যে যারা যেখানে আছেন তাদের সবাইকে দলে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
যারা দলে ফিরলেন তারা হলেন, সাবেক মন্ত্রী আলমগীর কবির, সাবেক হুইপ আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান, আবু হেনা জিএম সিরাজ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, নজির হোসেন, ডাঃ জিয়াউল হক, আতাউর রহমান আঙ্গুর, ইলেন ভুট্টো, শফিকুল ইসলাম তালুকদার, শহিদুল আলম তালুকদার ও জহির উদ্দিন স্বপন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।