রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খন্দকার আছাদুজ্জামান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) থেকে
আগামি ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৯টি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বহাল থাকা চেয়ারম্যান ও মেম্বার পদে ৪৮৮জন প্রার্থীর মাঝে ইতিমধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের দপ্তরে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন। এ দিন প্রতীক পেয়েছেন চেয়ারম্যান পদে ৪১ জন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯৭ জন ও সাধারণ ওয়ার্ডে পুরুষ মেম্বার পদে ৩৫০ জন প্রার্থী। এদিকে প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নেমে পড়েছেন ভোট যুদ্ধে। বর্তমানে উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে ভোটের আমেজ পরিলক্ষিত হচ্ছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, এদিন চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন জাংগালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সরকার শামীম আহমেদ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস ছাত্তার (আনারস), বুলবুল আহমেদ (মোটরসাইকেল), বিএনপির মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তৌফিকুল ইসলাম (ধানের শীষ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিনহাজ উদ্দিন (লাঙ্গল)। চরফরাদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল মান্নান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন (আনারস) ও বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন (ধানের শীষ)। এগারসিন্দুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান মিয়া বাবু (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. বজলুল করিম বাবুল (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আ. কাইয়ূম (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মো. জুলফিকার আলী (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মতিউর রহমান সরকার (আনারস)। বুরুদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা কামাল আকন্দ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নাজমুল হুদা রুবেল (আনারস), বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মো. কুতুব উদ্দিন আকন্দ (মোটরসাইকেল)। পাটুয়াভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বাচ্চু (আনারস), বিএনপি মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আরফান উদ্দিন (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মো. আল মামুন (মোটরসাইকেল)। নারান্দী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি মো. শফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম খোকন (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল হক (তারা)। হোসেন্দী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল হক টিটু (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. মোফাজ্জল হক মিটন (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোবারক হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান হামজু (আনারস)। চন্ডিপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মঈন উদ্দিন (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শামছুদ্দিন (আনারস), বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলম বরকত (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একে কামরুজ্জামান (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মতিউর রহমান (চশমা), মো. নূরুল ইসলাম (হাতপাখা), মো. জিল্লুর রহমান (টেলিফোন) ও মো. নাজমুল হুদা (মোটরসাইকেল)। সুখিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হামিদ টিটু (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক (আনারস), বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আফিল উদ্দিন (ধানের শীষ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. চাঁন মিয়া (লাঙ্গল)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।