Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগে বিদ্রোহী ১২ বিএনপিতে একক

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

ষষ্ঠ ধাপে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গত মঙ্গলবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আবু তাহা মো. আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এ এইচ এম সায়ফুর রহমানের দপ্তরে। এ নয়টি ইউনিয়নে আগামী ৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আ.লীগ নয়টি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা দিলেও দল থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে সাতটি ইউনিয়নে ১২জন বিদ্রোহী প্রাথী মনোনয়নপত্র দাখিল করেছেন। এক্ষেত্রে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন যারা তাদের মধ্যে জাংগালিয়া ইউনিয়নে উপজেলা আ.লীগের সদস্য সরকার শামীম আহমেদ (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার (আ.লীগ বিদ্রোহী), বুলবুল আহমেদ (আ.লীগ বিদোহী), সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম (বিএনপি), মিনহাজ উদ্দিন (জাতীয়পার্টি), মো. খোকন মিয়া (স্বতন্ত্র)। চরফরাদী ইউনিয়নে মো. আ. মান্নান (আ.লীগ), সাবেক চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন (আ.লীগ বিদ্রোহী), উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিন (বিএনপি)। এগারসিন্দুর ইউনিয়নে মো. নুরুজ্জামান মিয়া বাবু (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান মো. বজলুল করিম বাবুল (বিএনপি), মো. আ. কাইয়ুম (জাতীয়পার্টি), মো. জুলফিকার আলী (ইসলামি শাসনতন্ত্র আন্দোলন), তিন বারের সাবেক চেয়ারম্যান মো. মতিউর রহমান সরকার (স্বতন্ত্র)। বুরুদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা কামাল আকন্দ (আ.লীগ), মো. নাজমুল হুদা রুবেল (আ.লীগ বিদ্রোহী), মো. আসাদুজ্জামান আসাদ (বিএনপি), মো. কুতুব উদ্দিন আকন্দ (স্বতন্ত্র)। পাটুয়াভাঙা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বাচ্চু (আ.লীগ বিদ্রোহী), মো. জাহাঙ্গীর আলম (আ.লীগ বিদ্রোহী), মো. আরফান উদ্দিন (বিএনপি), মো. আল মামুন (স্বতন্ত্র)। হোসেন্দী ইউনিয়নে মো. রফিকুল হক টিটু (আ.লীগ), মো. মোফাজ্জল হক মিটন (বিএনপি), মো. মোবারক হোসেন (জাতীয় পার্টি), মো. মজিবুর রহমান (স্বতন্ত্র) ও শহীদুল্লাহ (স্বতন্ত্র)। নারান্দী ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম (আ.লীগ), মো. মোতাহার হোসেন (আ.লীগ বিদ্রোহী), বর্তমান চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম খোকন (বিএনপি), মো. বোরহান (স্বতন্ত্র) ও আজিজুল হক (স্বতন্ত্র)। চন্ডিপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মঈন উদ্দিন (আ.লীগ), মো. শামস উদ্দিন (আ.লীগ বিদ্রোহী), সাবেক চেয়ারম্যান মো. মতিউর রহমান (আ.লীগ বিদ্রোহী), মো. বোরহান আহম্মেদ (আ.লীগ বিদ্রোহী), সারোয়ার আলম বরকত (বিএনপি), এ.কে কামরুজ্জামান (জাতীয়পার্টি), মো. নুরুল ইসলাম (স্বতন্ত্র), মো. জিল্লুর রহমান (স্বতন্ত্র), মো. নাজমুল হুদা (স্বতন্ত্র) ও মো. বাহাউদ্দিন (স্বতন্ত্র)। সুখিয়া ইউনিয়নে সুখিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আ. হামিদ টিটু (আ.লীগ), সাবেক চেয়ারম্যান আজিজুল হক (আ.লীগ বিদ্রোহী), মো. সাইফুল ইসলাম স্বপন (আ.লীগ বিদ্রোহী), মো. হারুন অর রশীদ কাজল (বিএনপি), মো. আফিল উদ্দিন (বিএনপি) ও মো. চাঁন মিয়া (জাতীয়পার্টি)। বিএনপির মো. হারুন অর রশীদ কাজল ও মো. আফিল উদ্দিন উভয়ই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের কাগজ রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়ায় বিষয়টি অমীমাংসিত রয়েছে। ১২ জন প্রার্থী আ.লীগের তৃণমূলের ভোটে অংশগ্রহণ করে পরাজিত হয়ে মনোনয়ন দাখিল করায় তাদেরকে বিদ্রোহী হিসেবে ধরা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগে বিদ্রোহী ১২ বিএনপিতে একক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ