বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘বিশ্ব পোলিও দিবস’ উপলক্ষে গতকাল (বুধবার) রোটারী ক্লাব অব ইসলামাবাদ নগরীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র বলেন, পোলিও নির্মূলে বিশ্বব্যাপি ভূমিকা রাখছে রোটারি ইন্টারন্যাশনাল। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকাও প্রশংসনীয়। কর্পোরেশন দৈনন্দিন রুটিন টিকাদান কার্যক্রম অত্যন্ত সাফল্যজনকভাবে পালন করে আসছে।
মেয়র বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে রোটারিয়ানরা অনেক কাজ করে থাকে। আমাদের প্রিয় বাসস্থান এ চট্টগ্রাম। এই চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করার ক্ষেত্রে মেয়র রোটারীয়ানদের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর দিলনাজি মোহসেন, বিশ্ব পোলিও কামান্ড চেয়ারম্যান ওয়াসিকা আয়েশা খান এমপি, মোহাম্মদ আব্দুল আউয়াল, মীর আনিস উজ্জামান, ড. বেলাল আহমদ, ডেপুটি গভর্ণর মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন ও রোটারী ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট মো. মাহফুজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।