Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াই হাজার বছরের পুরনো জাহাজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

প্রায় ২ হাজার ৪শ বছর আগের গ্রিক ব্যবসায়ীদের একটি জাহাজের ধ্বংসাবশেষ প্রায় অক্ষত অবস্থায় বুলগেরিয়ার উপকূলে কৃষ্ণ সাগরের তলদেশে পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য ও বুলগেরিয়ার একটি যৌথ দল ২৩ মিটার (৭৫ ফুট) দীর্ঘ জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। জাহাজের দিক নির্দেশক যন্ত্র (রাডার), বৈঠার হাতলসহ জাহাজে থাকা বিভিন্ন সামগ্রী প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে এই ধ্বংসাবশেষকেই বিশ্বের সবচেয়ে পুরনো অক্ষত জাহাজ বলা হচ্ছে। তিন বছর ধরে চালানো গবেষক দলটির অ্যাকাডেমিক অভিযানে রোমান বাণিজ্য জাহাজ ও ১৭শ শতকের কোসাক বাণিজ্য জাহাজসহ ৬৭টি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বুলগেরিয়ার বুরগাস শহর থেকে ৮০ কিলোমিটার দূরে জাহাজটির সন্ধান পাওয়া যায়। সমুদ্র পৃষ্ঠের দুই হাজার মিটার নিচে থাকা জাহাজটির কাছে আধুনিক ডুবুরিদের পৌঁছানোও সম্ভব ছিল না। গবেষক দলটি পানির নিচে চালিত দুটি রোবটের সাহায্যে জাহাজটির একটি ত্রিমাত্রিক ছবি হাজির করতে পেরেছে। আর বয়স নির্ধারণে কার্বন ডেট পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। প্রায় খ্রীষ্টপূর্ব ৪০০ শতকের বাণিজ্য জাহাজটি এত দীর্ঘ সময় পরেও অক্ষত থাকার কারণ হিসেবে গবেষকরা বলছেন অক্সিজেন মুক্ত পানিতে থাকতে পারা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ