Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার থেকে আট ঘণ্টা টিভি দেখেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনে কমপক্ষে ৪ ঘণ্টা টিভি দেখেন। কখনও কখনও এই পরিমাণ ৮ ঘণ্টায়ও পৌঁছায় বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে জানায়, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠেন ট্রাম্প। তখন সিএনএন দেখা শুরু করেন। এরপরই ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানটি দেখেন তিনি। তার প্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি হলো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’। এছাড়া শন হানিটি, লরা ইনগ্রাহাম এবং জিনিন পিরোর প্রাইম-টাইম শোগুলো পছন্দ করেন ট্রাম্প। তার অপছন্দের তালিকায় রয়েছে সিএনএনের ডন লেমনের উপস্থাপনায় অনুষ্ঠান। প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউজের টেলিভিশন রিমোট ধরার অনুমতি রয়েছে কেবল ট্রাম্প ও টেকনিক্যাল সাপোর্ট টিমের সদস্যদের। এর বাইরে আর কাউকে রিমোট ধরতে দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প একাধিকবার জানিয়েছেন, ব্যস্ততার কারণে হোয়াইট হাউসে তিনি বেশিক্ষণ টেলিভিশন দেখতে পারেন না।নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ