বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুই গ্রুপের কথিত বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন আল মনসুর হ্যাচারি এলাকায় দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ পান। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পরে লাশের পরিচয় সনাক্ত করে জানা গেছে নিহত ব্যক্তি উপজেলার হ্নীলা লেদার মৃত লাল মিয়ার ছেলে মুফিজ আলম (৩২)।
পুলিশ লাশটি মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।
তিনি বলেন, বন্দুকযুদ্ধে নিহত মুফিজের নামে এক ইয়াবা কারবারির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।