Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

রুমু, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইতোপূর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ছয়টি ওয়ানডে ম্যাচের মধ্যে পাঁচটিই জিতে নিয়েছে টাইগাররা। বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাই পরিসংখ্যানের দিক দিয়ে সফরকারী দলটির চেয়ে শতভাগ এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ চট্টগ্রামের সেই ভেন্যুতেই চলমান হোম সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম বাংলাদেশের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ানরা। ঢাকায় সিরিজের প্রথম ম্যাচে হেরে অনেকটা ব্যাকফুটে রয়েছে জিম্বাবুয়ে। পক্ষান্তরে শুধু পরিসংখ্যানই নয়, সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে মাশরাফি বাহিনী।

আজকের ম্যাচে টস জয় একটি বড় ফ্যাক্টর। কারণ, সন্ধ্যার পর সাগর পাড়ের এই ভেন্যুতে বেশ কুয়াশা পড়ে। এরমধ্যে রয়েছে শীতকালের আবহ। তাই টস জিতে ব্যাটিং না ফিল্ডিং নেবেন তা নিয়ে দ্বদ্বে রয়েছে দু’দলের অধিনায়করা। তবে মাশরাফি টস জিতে ব্যাটিং আগে করারই পক্ষে। তার কথায় এমনই ইঙ্গিত মিলেছে। গতকাল ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলপতি বলেন, ‘ গতকাল (সোমবার) নাকি অনেক শিশির ছিল। ডিউ থাকলে যারা পরে ফিল্ডিং করবে তাদের জন্য ব্যাপারটা কঠিন হবে। ডিউ থাকলে টসটা ভাইটাল। কিন্তু টসটা হবে দুপুরে। ডিউ পড়বে সন্ধ্যার পরে। সাম্প্রতিক ম্যাচগুলো যদি দেখেন আমরা আগে ব্যাটিং করেই স্বাচ্ছ্যন্দ বোধ করি। এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজের প্রায় সব ম্যাচেই আগে ব্যাটিং করেছি। ওয়েস্ট ইন্ডিজে যেটা হেরেছিলাম সেটা পরে ব্যাটিং করে। তাই এখানেও আগে ব্যাটিং করতে চাই। কিন্তু যদি ডিউ থাকে তাহলে ওই চিন্তা থেকে অবশ্যই বের হয়ে আসতে হতে পারে।’

প্রতিপক্ষ নয়, নিজেদের ব্যাটিং ও বোলিংয়ে আরো ভালো পারফর্ম করার তাড়নার কথা উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমরা যেন পরের ম্যাচে কোনো ভুল না করি সেটা মাথায় রাখতে হবে। এর পাশাপাশি দুর্বল জায়গাগুলো ঠিক করতে হবে। গত ম্যাচটা খুব আদর্শ একটা ম্যাচ না হলেও অনেকটা ভাল হয়েছে যে ৭ নম্বরে নেমে সাইফুদ্দিনের রান করা, ব্যাক টু ব্যাক ম্যাচে তামিম না থাকার পরও একজন ওপেনারের সেঞ্চুরি পাওয়া। অনেকগুলো পজিটিভ সাইন আছে।’ তিনি বলেন, ‘কোনো অবস্থায় ম্যাচ ছেড়ে না দেয়ার একটি প্রবণতা সব থেকে জরুরি। মিডল অর্ডারে মুশফিক ধারাবাহিকভাবে রান করে আসছে, রিয়াদ রান করেছে, সাকিব তামিম যখন ছিল তারা রান করেছে। এখন ওরা (সাকিব, তামিম) না থাকাতে ওদের দায়িত্ব অন্যকে নিতে হচ্ছে এবং তারা ভাল করছে এটাই সবচেয়ে ভালো দিক। এটা আমাদেরকে ফোকাস করতে হবে কারণ সামনে আরো বড় বড় সিরিজ আসছে। ওই সময়ে আমরা যেন এটা কাজে লাগাতে পারি।’ চলমান সিরিজে নিজেদের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচ জিতলে পুরো সিরিজটা সহজ হয়ে যায়। তবে আমরা মোটেই হেলাফেলা করছি না। সিরিজটা কিভাবে কনফার্ম করা যায় সেই চেষ্টাই করবো। খেলায় অনেক কিছু হতে পারে। এখানে ডিউ ফ্যাক্টর আছে। ঢাকায় যে চ্যালেঞ্জটা ছিল এখানে চ্যালেঞ্জটা আরো বেশি বিশেষ করে যদি আগে ব্যাটিং করি। পরে বোলিং করতে হলে স্পিনারদের ভূমিকা কি হবে পেস বোলারদের কিভাবে কাজে লাগাবো এসব কিছু মাথায় রেখে কাজ করতে হবে।’ অলরাউন্ডার সাইফুদ্দিন সম্পর্কে বলেন, ‘বিশ^কাপ সামনে রেখে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে সুযোগ দেয়া উচিৎ ছিল। প্রথম ম্যাচটা ও খুব ভালোভাবেই নিজেকে তুলে ধরেছে। এখন ওপর নিজের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়েছে। আমার বিশ্বাস যে ভবিষ্যতে ও নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারবে। ও যখন ভাল খেলছে তাহলে ওর খেলে যাওয়াই উচিৎ। এখানে দীর্ঘদিন আমাদের একটা গ্যাপ আছে। সেটা যদি ও পূরণ করতে পারে তাহলেতো খুবই ভাল। অনেক বড় একটা সমস্যার সমাধান হবে।’

এদিকে, জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত বলেন, ‘প্রথম ম্যাচটি খুব ক্লোজ ছিল। কাছাকাছি গিয়ে হেরেছি। আরেকটু ভালো করা যেত। তারপরও ম্যাচটি সবমিলিয়ে ভালোই হয়েছে। পরের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে এগিয়ে যেতে চাই আমরা। সামর্থ্য অনুযায়ী ছেলেরা খেলতে পারলে এই ম্যাচ জেতা অসম্ভব নয়।’ চট্টগ্রাম ভেন্যুর উইকেট ভালো উল্লেখ করে বলেন, ‘এটি ভালো উইকেট। এখানে হাই স্কোরিং ম্যাচ হবে।’ এই ম্যাচে কামব্যাক করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এই ম্যাচে ভালো ব্যাটিং করে কামব্যাক করতে চাই।’ টস জিতলে আগে ব্যাটিং না বোলিং এমন প্রশ্নের জবাবে কৌশলী জিম্বাবুয়ান কোচ বলেন, ‘মাঠে কুয়াশা পড়ে। এই বিষয়টি মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নেব।’ দলে সিনিয়র খেলোয়াড়রা যোগ দেয়ার বিষয়টি বেশ স্বস্তিদায়ক জানিয়ে কোচ বলেন, ‘চট্টগ্রামে দলের সিনিয়র খেলোয়াড়দেরকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে। মাসাকাদজা প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করেছে। যদিও সিরিজের প্রথম ম্যাচে সে ভালো করতে পারেনি। তবে চট্টগ্রামে আশা করছি, সে ভালো কিছু করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ; জিম্বাবুয়ে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ