Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই বোতল পানির জন্য বকশিস সাড়ে আট লাখ টাকা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দুই বোতল পানির জন্য এক কাস্টমার বাবুর্চিকে বকশিস হিসেবে দিলেন সাড়ে আট লাখ টাকা। এমন ঘটনা ঘটেছে উত্তর ক্যারোলিনার একটি রেস্টুরেন্টে।
উত্তর ক্যারোলিনার ‘স্যুপ ডগস’ নামের রেস্টুরেন্টে গত শনিবার খেতে এসেছিলেন এক কাস্টমার। যথারীতি তাকে পরিবেশন করছিলেন ওই রেস্টুরেন্টের বাবুর্চি আলাইনা কাস্টার। ওই কাস্টমার আলাইনার কাছে চেয়ে বসলেন দুই বোতল পানি। এইটুকু কাজের জন্য তাকে বকশিশ দিলেন সাড়ে আট লাখ টাকা।
আলাইনা সংবাদমাধ্যমে বলেন, আমি প্রথমে ভাবছিলাম লোকটি আমার সঙ্গে মজা করছে। কিন্তু পড়ে দেখি না সত্যি তিনি আমাকে এতগুলো টাকা বকশিস হিসেবে দিলেন। তিনি আরো বলেন, এতগুলো টাকা পেয়ে সত্যি আমি অনেক আনন্দিত। এই টাকা দিয়ে আমি অনেকের উপকার করতে চাই। এমন ঘটনায় ওই রেস্টুরেন্টের কর্তৃপক্ষও অবাক এবং খুশী। তবে বকশিশ দেওয়া ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্র : এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বকশিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ