Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানমুনজাম থেকে সরিয়ে নেয়া হচ্ছে অস্ত্র ও সীমান্তরক্ষী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী সেনামুক্ত অঞ্চল পানমুনজামের গ্রাম থেকে অস্ত্র ও সীমান্তরক্ষী সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই কোরিয়া ও মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড। দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উত্তর কোরিয়া ১৯৫০-৫৩ সালের পর থেকে এই সেদিন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধাবস্থায় ছিল। কারণ সেই যুদ্ধ বন্ধে শুধু অস্ত্রবিরতি চুক্তি করা হয়েছিল। স¤প্রতি দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি করেছে। ধীরে ধীরে তাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রচারণা চালানোর জন্য দুই পক্ষ সীমান্তে একে অপরের দিকে লক্ষ্য করে যে মাইক লাগিয়ে রেখেছিল তা তারা খুলে ফেলেছে এ বছরের ২৭ এপ্রিল। যুদ্ধের কারণে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের তাদের পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার বিষয়েও দুই কোরিয়া এক সঙ্গে কাজ করছে। এমন একটি আয়োজন হয়েছিল গত ২০ আগস্ট।
সিউল থেকে জানানো হয়, সোমবার আলোচনার পর তারা সিদ্ধান্তে পৌঁছান যে যৌথ নিরাপত্তা অঞ্চল থেকে অস্ত্র ও নিরাপত্তা চৌঁকি সরিয়ে নেওয়া হবে। এই অঞ্চলটি পানমুনজমের শান্তি গ্রাম হিসেবেও পরিচিত। ২৫০ কিলোমিটার সীমান্তজুড়ে এখানে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান করতো। চলতি মাসের শুরুর দিকে এখান থেকে স্থলমাইন সরিয়ে নিতে শুরু করে দুই দেশ।
সোমবার জেএসএ কমিশনের দ্বিতীয় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় দুই কোরিয়া ও জাতিসংঘ কমান্ড। জেএসএ’র দক্ষিণাঞ্চলের অর্ধেক অঞ্চলই কমান্ডের আওতাধীন। গত আগস্টে কমান্ডের প্রধান মার্কিন জেনারেল ভিনসেন্ট ব্রুকস বলেছিলেন, সামরিক উত্তেজনা কমাতে পদক্ষেপের সমর্থন করেন তিনি।
গত ডিসেম্বরে এই স্থানেই উত্তর কোরীয় এক সেনা নিজ বাহিনীর গুলিতে আহত হয়। দক্ষিণ কোরীয় কমান্ডোরা সাহসী উদ্ধার অভিযানও চালিয়েছিলো। ১৯৭৬ সালে একবার কুড়াল দিয়ে গাছ কাটাকে কেন্দ্র করে এখানে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরীয় সেনাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। সেখানে দুই মার্কিন সেনা নিহত হয়েছিলেন। একে ‘এক্স মার্ডার ইনসিডেন্ট’ বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্তরক্ষী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ