Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেটিএম মালিককে ব্ল্যাকমেল করায় গ্রেফতার প্রাক্তন সেক্রেটারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ৬:৫৪ পিএম

ভারতের পেটিএম কোম্পানির কাছে ২০ কোটি টাকা চাওয়ায় ও টাকা না দিলে তথ্য ফাঁস করে কোম্পানির বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তিও নষ্ট করে দেওয়া হবে বলে হুমকিও দেয়ার অভিযোগে কোম্পানির প্রাক্তন সেক্রেটারি সনিয়া ধাওয়ানসহ তিন জনকে গ্রেফতার করেছে নয়ডা জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

নয়ডা পুলিশ তদন্ত প্রতিবেদনে জানায়, পেটিএম প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মার সঙ্গে প্রায় দশ বছর কাজ করেছিলেন সনিয়া ধাওয়ান। এই দশ বছরেই নাটকীয় উত্থান হয় এই কোম্পানির। আর এই পুরো সময়টাতেই পেটিএম প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মার সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন সনিয়া। সরকারি ভাবে হয়ে উঠেছিলেন এই ই-ওয়ালেট কোম্পানির কমিউনিকেশন হেড। বিজয়শেখর শর্মার ল্যাপটপ, মোবাইল ফোন আর অফিস কম্পিউটারের পাসওয়ার্ডও ছিল তার কাছে। তখন থেকেই শুরু হয়েছিল ষড়যন্ত্রের ছক। পেটিএম কোম্পানির সমস্ত তথ্য জোগাড় করে নিজের কাছে আলাদা ভাবে জমিয়ে রাখতে শুরু করেছিলেন সনিয়া। এই ষড়যন্ত্রের সঙ্গী হিসেবে নিজের স্বামী রূপক জৈন আর প্রাক্তন সহকর্মী দেবেন্দ্র কুমারকে বেছে নেয় সে। এর পরই শুরু হয় ব্ল্যাকমেলিং।

পুলিশ আরও জানায়, সনিয়া এই জন্য সে বেছে নিয়েছিল কলকাতার বাসিন্দা রোহিত চোমালকে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও বিজয়শেখর শর্মার বড় ভাই অজয়শেখর শর্মাকে ২০ সেপ্টেম্বর ফোন করে প্রথম ব্ল্যাকমেল করেন রোহিত। এর পরেই এক মহিলা, তার সহযোগী এবং কোম্পানির কিছু কর্মী ব্ল্যাকমেল করার চেষ্টা করছে বলে বিজয়শেখর শর্মা অভিযোগ জানান নয়ডা থানায়।

এ ঘটনায় ঠিক কী ধরনের তথ্য হাতিয়েছে সনিয়া ও তার সাঙ্গোপাঙ্গোরা, এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে কোম্পানির, তা অন্য কারও কাছে রাখা আছে কি না, এসব বিসয়ে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে বিজয়শেখর জানিয়েছেন, গ্রাহকদের তথ্য সুরক্ষিত রয়েছে। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ