Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমৃতসরে নিহত প্রত্যেকের সন্তান দত্তক নেবেন সিধু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ৬:৫২ পিএম

ভারতের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। রেললাইনের ধারে রাবণ বধের অনুষ্ঠান দেখাকালে ভিড়ের মধ্যদিয়ে দিয়ে ট্রেন চলে যাওয়ায় শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার পাঞ্জাব সরকারের মন্ত্রী ও প্রাক্তন তারকা ক্রিকেটার নভজ্যোত সিং সিধু ঘোষণা দিয়েছেন, অমৃতসরের রেল দুর্ঘটনায় স্বজনহারা সব শিশুকে তিনি দত্তক নেবেন। খবর এনডিটিভি।

সোমবার অমৃতসরের রেল দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন পাঞ্জাবের কংগ্রেস প্রেসিডেন্ট সুনীল জাখার। ওই বৈঠকে সিধু বলেন, “আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী, আমি এবং আমার স্ত্রী ঘোষণা দিচ্ছি, আমরা অমৃতসরের দুর্ঘটনায় মৃতদের সন্তানদের সব দায়িত্ব নেব। তাদের শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার। সেই সঙ্গে, এই দুর্ঘটনার ফলে যারা অক্ষম হয়ে গিয়েছেন এবং যেসব বয়স্করা সংসারের মূল উপার্জনকারীকে হারিয়েছেন, তাদেরও সমস্ত দায়িত্ব আমি নেব।”

পাঞ্জাব সরকার অমৃতসরে ট্রেন দুর্ঘটনার ঘটনায় সোমবার প্রথম পর্যায়ের ক্ষতিপূরণ হিসেবে হতাহত ২১ পরিবারকে পাঁচ লাখ করে মোট ১ কোটি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ব্রাহ্মণ মহিন্দ্র বলেছেন, আগামী দুই দিনের মধ্যে বাকি পরিবারকেও এ সহায়তা দেয়া হবে। তিনি বলেন, “হতাহতের পরিবারের সদস্যরা এখন বিষণ্ণতায় ভুগছেন। তবে সরকার তাদের পাশে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি নিজে ব্যক্তিগতভাবে অমৃতসরে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ মনিটরিং করছি।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ