Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প উল্টো পথে হাঁটছেন : গর্বাচভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাশিয়ার সঙ্গে তিন দশক আগের পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে যাওয়ার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক নিরস্ত্রীকরণ চেষ্টার উল্টোপথেই হাঁটছেন বলে সতর্ক করেছেন সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ। ট্রাম্প ভুল করছেন মন্তব্য করেন তিনি বলেন, “কোনো অবস্থাতেই পুরোনো এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার উচিত নয়...ওয়াশিংটন কি সত্যিই বুঝতে পারছে না এর পরিণতি কি দাঁড়াবে? আইএনএফ চুক্তি পরিহার করা মানে ভুল করা।” গর্বাচভ বলেন, “তার এ পদক্ষেপে সোভিয়েত ইউনিয়নের নেতারাসহ যুক্তরাষ্ট্র খোদ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জনের যে চেষ্টা নিয়েছিল তার সবই পানিতে যাবে”। ওদিকে, রাশিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের চলতি মস্কো সফরের সময় এ বিষয়ে ব্যাখ্যা চাইবেন প্রেসিডেন্ট ভ্ল্যাদিমির পুতিন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ