Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের সাথে সীমান্ত সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ৭:১৩ পিএম

ফের অনুপ্রবেশে উত্তপ্ত কাশ্মীরের ভারত-পাক সীমান্ত! পাকিস্তান সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন তিন ভারতীয় জওয়ান। গুরুতর আহত আরও এক জওয়ান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত জওয়ানরা হলেন হাবিলদার কৌশল কুমার, ল্যান্সনায়েক রণজিৎ সিং ও রাইফেলম্যান রজতকুমার বাসান।
দুপুরে কাঁটাতার পেরিয়ে সীমান্ত লাগোয়া কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরে অনুপ্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল। প্রায় ৫০ মিটার ভিতরে এসে সীমান্তে টহলদার বাহিনীকে লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে তারা। তবে পাল্টা আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনারাও। তাদের গুলিতে দুই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন। তাদের খোঁজে নিয়ন্ত্রণরেখা বরাবর জোর তল্লাশি শুরু হয়েছে।
এদিকে, ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ বেসামরিক ব্যক্তিসহ আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন হিজবুল মুজাহিদিন সদস্য রয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছে। খবর এপি।
কর্মকর্তা ও অধিবাসীরা জানান, বিদ্রোহীদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম এলাকা ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। এসময় লুকিয়ে থাকা বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হলে তিন বিদ্রোহী নিহত ও দুজন সেনা সদস্য আহত হয়। প্রায় সাত ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।
এলাকাবাসী অভিযোগ করেন বিদ্রোহিদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলার সময় সেনাবাহিনী একটি বেসামরিক বাড়ি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেয়। এতে বেসামরিক ব্যক্তিরা নিহত হন।
এর আগে, রবিবার কুলগামে সেনার সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এই ঘটনার জেরে দিনভর উত্তপ্ত ছিল উপত্যকা। নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তাবাহিনীর টহলদারিও বাড়ানো হয়েছিল। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ