Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন উইলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ৭:১২ পিএম

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন উইলা। রবিবার এটি ক্যাটাগরি-৪ মাত্রার ঝড়টি ইতোমধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর এএফপি।
এ বিষয়ে সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ‘অত্যন্ত ভয়ঙ্কর হারিকেন উইলা ক্রমশ দ্রুতবেগে আরও শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য তা চরম হুমকি বয়ে আনছে। মঙ্গলবার নাগাদ এটি মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্যাঞ্চলের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে।’
এ দিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘণ্টায় প্রায় নয় কিলোমিটার বেগে ঝড়টি মেক্সিকোর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
উল্লেখ্য, ঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে মেক্সিকোর দিকে ধেয়ে আসতে থাকায় দেশটির সরকারের পক্ষ থেকে উপকূলের বিভিন্ন অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ