মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭০ জনের বেশি যাত্রী। রোববার স্থানীয় সময় বিকাল পৌনে ৫টার দিকে ইলান কাউন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।
জানা গেছে, তাইওয়ানের রাজধানী তাইপে থেকে উত্তরাঞ্চলের তাইতুং শহরের মধ্যে চলাচলকারী পুয়ুমা এক্সপ্রেস নামের ট্রেনটিতে দুর্ঘটনার সময় মোট ৩৬৬ জন যাত্রী ছিল। তাইপে থেকে ৭০ কিলোমিটার দ‚রের সুয়াও শহরের জিনমা স্টেশনের কাছাকাছি এলাকায় ট্রেনটির ৮টি বগির সবগুলো লাইনচ্যুত হয়। ট্রেনটির সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে জানায় কর্তৃপক্ষ।
তাইওয়ান রেলওয়ে প্রশাসনের সহকারী প্রধান লু চিয়েহ শেন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন যে, ট্রেনটির মাত্র ৬ বছর চালু হয়েছে। আর দুর্ঘটনার আগে তা বেশ ভাল অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কোনও কারণ জানা যায়নি।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধার দল ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উদ্ধারকাজের জন্য ১২০ জন সেনা পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটির জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
তাইওয়ানে গত তিন দশকে এটাই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দেশটিতে বিস্তৃত রেল যোগাযোগ রয়েছে। প্রতিদিন প্রায় ৫ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।