Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ হ্যান্ডবল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ-মহিলা)। টুর্নামেন্ট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। শনিবার সকালে রাজারবাগ পুলিশ হ্যান্ডবল গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অপরাধ) ও পুলিশ হ্যান্ডবল ক্লাবের সহ-সভাপতি মো: আবু কালাম সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন এআইজি (ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশ হ্যান্ডবল ক্লাবের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা সহ অন্যান্যরা। উদ্বোধনী দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের উদ্বোধনী ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫০-১০ গোলে রাজশাহী রেঞ্জকে হারিয়ে শুভসূচনা করে। মহিলা বিভাগে ডিএমপি ৪৩-৩ গোলে হারায় ঢাকা রেঞ্জকে। দেশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে ছয়টি করে পুরুষ দল ও মহিলা দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবল

২২ ফেব্রুয়ারি, ২০১৯
২১ ফেব্রুয়ারি, ২০১৯
১৭ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ