মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত কাশ্মির অঞ্চলে চেনাব নদীর উপর নির্মাণ করা বিতর্কিত একটি বাঁধ পাকিস্তানকে পরিদর্শন করতে দিতে ভারত অস্বীকৃতি জানিয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ইন্দুজ ওয়াটার কমিশনের প্রধান সৈয়দ মেহের আলি শাহ তার ভারতীয় প্রতিপক্ষ পিকে সাক্সেনাকে এ ব্যাপারে টেলিফোন করেছেন। তিনি দু মাস আগে লাহোর বৈঠকের কথা সাক্সেনাকে মনে করিয়ে দেন। ওই বৈঠকে ভারতীয় প্রকল্পটি পরিদর্শনের দাবি তুলেছিলো পাকিস্তান। তবে সাক্সেনা পাকিস্তানের দাবি মানতে রাজি হননি বলে এক্সপ্রেস নিউজ জানায়। এর আগে বিষয়টি নিয়ে ভারতীয় প্রতিপক্ষকে চিঠি পাঠান শাহ। সিন্ধু পানিচুক্তি অনুযায়ী পাকিস্তানের যে ওই প্রকল্প পরিদর্শনের অধিকার রয়েছে, চিঠিতে সে কথাও মনে করিয়ে দেন তিনি।
পাকিস্তান প্রকল্প সংশ্লিষ্ট উপাত্তও দাবি করে। সেটা দিতেও অস্বীকার করে ভারত। প্রকল্পটি পরিদর্শনের জন্য একটি পাকিস্তানী দলের চলতি মাসেই ভারত সফরে যাওয়ার কথা ছিলো। কিন্তু ভারত শেষ মুহূর্তে ওই পরিকল্পনা বাতিল করে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।