Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় ৮৮ হাজার জনকে হত্যা করেছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

২০১৫ সালে সিরিয়া যুদ্ধে যোগ দেয়ার পর প্রায় ৮৮,০০০ সন্ত্রাসীকে হত্যা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু এক বক্তব্য প্রদানকালে এ তথ্য জানিয়েছেন। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া এক সম্মেলনে তিনি বলেন, রাশিয়া অভিযান পরিচালনার পর থেকে এখন পর্যন্ত ৮৭,৫০০ এরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও রুশ সেনারা ১৪১১ টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে ও সিরিয়ার ৯৫ শতাংশ অঞ্চল সন্ত্রাসীমুক্ত করেছে। খবরে বলা হয়, শইগুর বক্তব্যের সময় সেখানে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, সিরিয়ার বিদ্রোহীদের বেশিরভাগই এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আরো জানিয়েছেন, এ যুদ্ধে রাশিয়া চল্লিশ হাজারেরও অধিক বোম্বিং মিশন পরিচালনা করেছে। এতে সন্ত্রাসীদের এক লাখ বিশ হাজারেরও অধিক অবস্থানকে টার্গেট করা হয়েছে, ধ্বংস করে দেয়া হয়েছে তাদের সকল স্থাপনা ও অস্ত্রাগার। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায়

২৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ