বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবিতে পাবনা প্রেসক্লাব ঘোষিত ৩ দিনের কর্মসূচির শেষ দিন রোববার মানববন্ধন কর্মসূচী পালন করেছেন পাবনায় কর্মরত সংবাদ কর্মীরা। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক স্বপনের ওপর হামলার ৮ দিন অতিবাহিত হলেও জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, পুলিশ সুপার জড়িতদের গ্রেপ্তারে আশ্বাস দিয়েছিলেন। তার আশ্বাস এখনও আলোর মুখ দেখেনি। আগামী বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে রোববার থেকে পাবনার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।