Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থ্রিলারধর্মী ধারাবাহিকে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সাধারণত কমেডি ঘরানার নাটকেই বেশি দেখা যায় মোশাররফ করিমকে। সেই ধারা ভেঙে দিয়ে এবার একটি ব্যতিক্রমধর্মী গল্পে দর্শকদের সামনে আসছেন এ অভিনেতা। অঞ্জন আইচ পরিচালিত ‘অর্ধেক সত্য’ শিরোনামে একটি থ্রিলারধর্মী ধারাবাহিক নাটকে তাকে দেখা যাবে। ধারাবাহিকটি আরটিভিতে রবি, সোম ও মঙ্গলবার রাত ১০টায় প্রচার হচ্ছে। গল্পে দেখা যাবে মোশাররফ করিম তার স্ত্রীকে খুন করে পালিয়ে বেড়ায়। তবে সত্যিকার্থে তার স্ত্রী খুন হয়না। অন্য কারো একজনের আশ্রয়ে চলে যায়। এভাবেই গল্পটা শুরু হয়। এটিতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে থাকছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। এছাড়া আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফারুক আহমেদ, আখম হাসান ও রুনা খান। ধারাবাহিকটি নির্মিত হয়েছে বাঁধন ড্রীম ভিশনের ব্যানারে। মোশাররফ করিম বলেন, এটি একটি থ্রিলারধর্মী গল্প। পুরো গল্প রহস্য ভরা। প্রেম ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি রয়েছে সন্দেহ-বিশ্বাস। দর্শক প্রতি পর্বে একটা উত্তেজনার মধ্যে থাকবে বলে আমি বিশ্বাস করি। এদিকে মোশাররফ করিম বর্তমানে রওনক হাসানের ‘বিবাহ হবে’, রুলিন রহমানের ‘ভালোবাসা কারে কয়’ ও অরণ্য আনোয়ারের ‘ফুল এইচডি’শিরোনামের ধারাবাহিকগুলোত্রে অভিনয় করছেন। প্রতিটি ধারাবাহিকে জনপ্রিয় এই অভিনেতা থাকছেন বৈচিত্রময় চরিত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ করিম

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ