গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর উত্তরখানে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ আট জনের মধ্যে সাগর (১২) নামে আরও একজন মারা গেছে। শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। সাগরের মৃত্যু নিশ্চিত করে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, সাগরের শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে এই ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। এর আগে মারা যান, আজিজুল, মুসলিমা, সুফিয়া বেগম, পুর্নিমা ও ডাবলু।
গত ১৩ই অক্টোবর ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইন লিকেজের আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হন। এর মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। অন্যান্য দগ্ধরা হলেন, আনজুয়ারা (২৫), আব্দুল্লাহ (৫)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।