বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজার থানা পুলিশ ৪টি লাশ উদ্ধার করেছে। রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই লাশ গুলো উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে লাশ গুলো উদ্ধার করা হয়। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। মাথায় আঘাত রয়েছে প্রতিটি লাশের। তবে মাথায় গুলি কিনা বলতে পারেনি পুলিশ। লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। এদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ এর ভিতরে হতে পারে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় থেকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। লাশের নিকট থেকে ২ টি দেশীয় পিস্তল ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
ওসি এম এ হক জানান, এরা আসলে ডাকাত কিনা তা নিয়েও তদন্ত চলছে। লাশ গুলো ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।