Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক আহত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় গতকাল ভোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- মো. সবুজ (২১) ও রমজান (২০)। আহত দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢামেকে চিকিৎসাধীন রমজান জানান, তারা মুরগির ব্যবসা করেন। গতকাল ভোরে ভ্যান নিয়ে মুরগি আনতে কাপ্তান বাজারের দিকে রওনা হলে এলাকার চিহ্নিত চার-পাঁচজন তাদেরকে ঘিরে ধরে। একপর্যায়ে সবুজের হাত ও ডান ঊরুতে ছুরিকাঘাত এবং রমজানের মাথায় রড দিয়ে আঘাত করে। এছাড়া তাদের কাছ থেকে ১৫শ’ টাকা ছিনিয়ে নেয় তারা।
কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির বলেন, এলাকার আধিপত্য নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দুই পক্ষই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ