Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০১ সদস্যের আইনজীবী ঐক্যফ্রন্ট গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ৮:৩৩ পিএম

গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা ও আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট গঠন করেছেন আইনজীবীরা। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এড. জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিনকে সদস্য সচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে আইনজীবী ঐক্যফ্রন্ট গঠনের ঘোষণা করা হয়।

সভায় গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ৩০১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। স্টিয়ারিং কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার মইনুল হোসেন, এড. খন্দকার মাহবুব হোসেন, এড. সুব্রত চৌধুরী, এড. গরীব নেওয়াজ মোহাম্মদ, এড. কে, এম, জাবির, এড. জগলুল হায়দার আফ্রিক, এড. মোঃ সানা উল্লাহ মিয়া, এড. মোঃ মাসুদ আহমেদ তালুকদার, এড. শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এড. গোলাম মোস্তফা খান, এড. এস এম কামাল উদ্দিন, এড. সৈয়দ মাহবুব হোসেন, এড. মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, এড. ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, এড. শাহ আহমেদ বাদল, এড. রকিব উদ্দিন, এড. মোঃ মুনসুর রহমান, এড. মোঃ ইউসুফ আলী ও এড. আজাদ মাহবুব।

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, সারাদেশের প্রত্যেকটি আইনজীবী সমিতিতে আইনজীবী সংগঠন ও নেতৃবৃন্দের সমন্বয়ে গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা ও ভোটাধিকার ব্যবস্থার লক্ষ্যে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নামে কমিটি গঠন করা। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির প্রত্যেক নেতৃবৃন্দ এবং জাতীয় আইনজীবী নেতৃবৃন্দ প্রত্যেক আইনজীবী সমিতিতে পর্যায়ক্রমে আইনজীবী সমাবেশ করবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণরত দেশের সকল আইনজীবীগণকে আন্দোলনে অংশ গ্রহণের জন্য আহবান জানানো হয়। এছাড়া গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে তার প্রতিপূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে আইনজীবী ঐক্যফ্রন্ট। তাদের কমিটি আগামী ২৫ অক্টোবর সভা করারও ঘোষণা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনজীবী

২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ