নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আইসিসির চলমান ফিউচার ট্যুর প্রজেক্টে (এফটিপি) দ্বিপাক্ষিক সফর চুক্তিতে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সিডনীতে একত্রিত করে ঢাকার ফ্লাইটের টিকিটও রি-কনফার্ম করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া থেকে অজি ক্রিকেটারদের ব্যবহৃত ক্রিকেট সরঞ্জামাদি পর্যন্ত পৌঁছে গিয়েছিল ঢাকায়। সিরিজ আয়োজনে টাইটেল স্পন্সর চূড়ান্ত করে, টিকিট পর্যন্ত ছাপিয়েছিল বিসিবি। তবে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ফরেন অ্যাফেয়ার্স এবং ট্যুরিজমের (ডিআইএফটি) একটি সতর্ক বার্তায় পূর্ব নির্ধারিত সেই সফরটি স্থগিত করে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকালে কূটনৈতিক পাড়ায় আততায়ীর গুলিতে ইতালীয় নাগরিক তাবেলা হত্যাকা-ের ঘটনাও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও শেষ পর্যন্ত ওই সফরটি স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তাই নয় এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও ক্রিকেট অস্ট্রেলিয়া শেষ মুহূর্তে তাদের দল প্রত্যাহার করে নেয়। তবে ক্রিকেটের জন্য নিরাপদ দেশ সফর স্থগিত করে যে বড্ড অন্যায় করে ফেলেছে অস্ট্রেলিয়া, বিলম্বে হলেও সে বোধোদয় হয়েছে। স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফর পুনঃ নির্ধারণ করে আগামী বছর ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড এ তথ্যই দিয়েছেন।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি’র সভা শেষে এ তথ্য দিয়েছেন সিএ’র এই প্রধান নির্বাহী ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে ‘অফ লাইনে’ আলোচনা হয়েছে আমাদের। স্থগিত হওয়া সফরটি করতে আমরা দায়বদ্ধ। অবশ্যই নিরাপত্তার ব্যাপারটি খতিয়ে দেখতে হবে আমাদের। তবে বাংলাদেশ সফরে যেয়ে সেখানে খেলার দিকে তাকিয়ে আছি।’
সফরটি চলমান এফটিপি থাকাকালেই আয়োজনে আশাবাদি ছিলেন বিসিবি’র সভাপতি এবং সিইও। সফর পুনঃ নির্ধারণে শ্লট খুঁজে দুপক্ষ চিঠি চালাচালি করে শেষ পর্যন্ত ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে রাজি করাতে পেরেছে বিসিবি। সদ্য শেষ হওয়া দুবাইয়ে আইসিসির সভায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে চূড়ান্ত সম্মতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ‘আগামী বছরই অস্ট্রেলিয়ার সফর হওয়ার সম্ভাবনা মোটামুটি চূড়ান্ত, ২০২৩ সাল পর্যন্ত এফটিপিতে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সব সিরিজ নিয়েও আলোচনা হয়েছে।’
চলমান এফটিপিতে ২০১৭ সালের আগস্টে ২ টেস্ট ৩ ওয়ানডে খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর কথা। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সফর চুক্তি পুনঃ নির্ধারিত হওয়ায় বাদ পড়ছে ওই সফর। এফটিপিতে আগামী বছরের এপ্রিল-মে মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোনো সফর সূচি না থাকায় এই সময়ে যে ফাঁকা শ্লটটি আছে, সেই শ্লটটিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বেছে নেওয়ার পক্ষে নয়। ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর পরবর্তী সময়ে আইপিএলে ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার পক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে কারণেই আইসিসির বর্তমান এফটিপিতে আগামী বছরের আগস্টে বাংলাদেশ দলকে নিজেদের দেশে আতিথ্য দেওয়ার কথা, সেই সফর আয়োজন বাদ দিয়ে ওই সময়েই বাংলাদেশ সফর করতে চায় অস্ট্রেলিয়া! এমন তথ্যই দিয়েছেন বিসিবি সিইও ‘১টা সফর বাতিল করেছে তারা, তাই আগে তারা আসুক। পরে না হয় আমরা তাদের দেশ সফর করবো।’ ফিরতি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের সূচিটাও মোটামুটি নির্ধারিত হয়ে গেছে বলে জানিয়েছেন সুজন ‘সম্ভবত ওই সফরটি হবে ২০১৮ সালের আগস্টে।’
অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাংলাদেশ অনিরাপদ বলে ৫ মাস আগে বাংলাদেশের ইমেজে কালি লেপন করতে চেয়েছে যারা, বাংলাদেশ সফর পুনঃ নির্ধারণ করে প্রকারান্তরে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ভুলটাও তো স্বীকার করে নিয়েছে! এটাই যে বিসিবি’র ক্রিকেট কূটনীতির বিজয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।