Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে চেয়ারম্যান শাহজাহানের গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবার উদ্ধার

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ৯:৩০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহানের ব্যক্তিগত গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবার উদ্ধার করেছে ব্যার।

এসময় চেয়ারম্যানের ব্যক্তিগত চালকসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ৭ এর সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পের মেজর মেহেদী হাসান স্বারক্ষিত ইমেলে পাঠানো একটি বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শুকনারছড়ি সাকিনস্থ হ্যাচারির সামনে সাদা রংয়ের টয়েটো জীপে (রেজি নং-ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪) তল্লাশী চালায় র‌্যাব।

এসময় গাড়িটি থেকে ১৩ হাজার ৯৬০ টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ২ জনকে।

আটকরা হলো, টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লান পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র রহমত উল্লাহ (৩২) এবং আবুল হোসেনের পুত্র মোঃ ইব্রাহিম (৩০)।

র‌্যাব এর মেজর জানান, আটক ২ জনকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

এদিকে, টেকনাফ থেকে একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪ নম্বর টয়েটো জীপটি টেকনাফ উপজেলার চেয়ারম্যান জাফর আলমের পুত্র টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়ার ব্যক্তিগত গাড়ি।

আর রহমত উল্লাহ শাহজাহান মিয়ার ব্যক্তিগত চালক হিসেবে পরিচিত। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ইয়াবার গডফাদারের তালিকায় জাফর আলম, তার পুত্র শাহজাহান মিয়া, দিদার আলম এর নাম রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ