মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় ৩০০ মিলিয়ন ডলারের একটি আবাসন প্রকল্পের কাজ চীনা কোম্পানিকে দেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতীয় কোম্পানিকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলম্বো সরকার। দক্ষিণ এশিয়ার প্রতিবেশ দেশটিতে প্রধানমন্ত্রী রানিল বিকমাসিঙ্গের সফরের আগে এই সিদ্ধান্ত নেয়া হলো। শনিবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোদির সঙ্গে বিক্রমাসিঙ্গের বৈঠকের কথা রয়েছে। সংস্কৃতিসহ বহু বিষয়ে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধন রয়েছে। গত এপ্রিলে অনুষ্ঠিত এক দরপত্রে চীনের রেলওয়ে বেইজিং ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লি: শ্রীলঙ্কার উত্তরে জাফনায় ৪০,০০০ বাড়ি নির্মাণের জন্য ৩০০ মিলিয়ন ডলারের কাজ পায়। চীনের এক্সিম ব্যাঙ্ক এই প্রকল্পে অর্থায়ন করার কথা ছিলো। কিন্তু চীনা কোম্পানির পরিকল্পিত কংক্রিটের কাঠামোর বদলে স্থানীয়রা ইটের তৈরি বাড়ির দাবি জানালে প্রকল্পটি আটকে যায়। বুধবার সরকারের মুখপাত্র রাজিথা সেনারতে্ন জানান, মন্ত্রিসভার অনুমোদন দেয়া নতুন প্রস্তাব অনুযায়ী ভারতের এনডি এন্টারপ্রাইজ ও শ্রীলঙ্কার দুটি প্রতিষ্ঠান ২১০ মিলিয়ন ডলারে ২৮,০০০ বাড়ি নির্মাণ করবে। মোট ৬৫,০০০ বাড়ি নির্মাণ করা প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি। মুখপাত্র জানান, যেসব প্রতিষ্ঠান সবেচেয়ে কম মূল্যে বাড়ি নির্মাণ করতে রাজি হবে বাকি কাজ তাদেরকে দেয়া হবে। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।