Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরের এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুর সহকারী জজ আদালত চত্বরের সামনে বসা আইনজীবিদের সেরেস্তার টেবিল, চেয়ার ও আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ঘটনায় দৌলতপুর সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবি। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম এম মোর্শেদ-এঁর আদালতে দন্ডবিধি ৪৪৮/৪২৭/৫০৬(২)/৩৫৩ ধারা উল্লেখ করে মামলা দায়ের করেন দৌলতপুর উপজেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. নিজাম উদ্দিন। যার মামলা নং-৩৮০/২০১৮। মামলার বাদী এ্যাড. নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজনসহ তার দপ্তরের লোকজন বিনা নোটিশে দৌলতপুর সহকারী জজ আদালত চত্বরের সামনে বসা দৌলতপুর আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মাহফুজ আলী খানসহ অন্যন্য আইনজীবি এবং দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডারদের টেবিল, চেয়ার ও আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়। ফলে আইনজীবি ও সহকারীদের আদালতের কার্যক্রমে অংশ নেওয়া বাধাগ্রস্থ ও অসম্ভব হয়ে পড়ে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দিতে গেলে দৌলতপুর থানা পুলিশ মামলা না নেয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা দায়ের করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ