Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সবরিমালায় ২ নারীকে প্রবেশ করাতে ব্যর্থ ৩০০ পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ৭:০৫ পিএম

দাঙ্গা মোকাবিলার পোশাক পরে ও ৩০০ পুলিশের নিরাপত্তা বেস্টনিতেও ভারতের সবরিমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি দুই নারী। শুক্রবার মন্দিরে প্রবেশদ্বারের ৫০০ মিটার দূর থেকেই তাদের ফেরত আসতে বাধ্য করেছে নারীদের মন্দিরে প্রবেশের বিরোধিতাকারীরা। পুলিশ জানিয়েছে, তাদের নিরাপত্তা দিতে পারবে না তারা। খবর এনডিটিভি।
হায়দরাবাদের সাংবাদিক কবিতা থাক্কাল ও কোচি এলাকার বাসিন্দা রেহানা ফাতিমা পাহাড়ি রাস্তা ধরে ইতিহাস সৃষ্টির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। করা থেকে। আরও ১৮ কদম এগিয়ে যেতে পারলেই বিখ্যাত মন্দিরে প্রবেশ করে তারা ইতিহাস সৃষ্টি করতে পারতেন। এই মন্দিরে ১০ থেকে ৫০ বছরের নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে শত বছর ধরে।
মন্দিরে প্রবেশের ৫০০ মিটার আগেই ২০ জন পূজারি প্রতিবাদ করতে থাকেন, পথে বসে পড়েন ও স্লোগান দেন। শেষ অর্ধকিলোমিটার যাতে নারীরা পাড়ি দিতে না পারেন সেজন্য সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বন করেন। শেষ পর্যন্ত তারা হুমকি দেন, যদি নারীরা মন্দিরে প্রবেশ করে তাহলে তারা প্রার্থণা ও মন্দির বন্ধ করে দেবেন।
মন্দিরের পুরোহিতদের প্রধান কান্দারারু রাজিভারু বলেন, আমরা মন্দির বন্ধ করে চাবি হস্তান্তর করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি পুরোহিতদের সমর্থন করি। আমাদের আর কোনও পথ খোলা নেই।
পুলিশ এই সিদ্ধান্তের কথা জানালে দুই নারী মন্দিরে প্রবেশ না করে ফিরে আসতে রাজি হন। নারীদের নিরাপত্তা দেওয়া পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল এস. সৃজিত বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা নারী পুণ্যার্থীদের অবহিত করি। তারা তখন ফিরে আসতে রাজি হয়। তাই আমরা তাদের ফিরিয়ে আনি।
এসময় এক নারী ম্যারি সুইটি মন্দিরে উঠতে শুরু করেন। তিনি দাবি করেন, গির্জা, মসজিদ ও মন্দির দেখেছেন তিনি। এখন আয়াপ্পাকে দেখতে চান। পুলিশ তাকে জানায় নিজ দায়িত্বে মন্দিরে যেতে।
ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশে মন্দিরে নারীদের প্রবেশ শুরু হয় তিনদিন আগে। কিন্তু পুরোহিত ও পুন্যার্থীদের বিক্ষোভের মুখে এখনও কোনও নারী মন্দিরে প্রবেশ করতে পারেননি। গত দুই দিনে নারীদের মন্দিরে বাধা দেওয়া হয়েছে। নিলাক্কাল ও পাম্বাতে সংঘর্ষ হয়েছে। সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। যেসব নারী মন্দিরে উঠার চেষ্টা করেছিলেন তাদের টেনেহিঁচড়ে নামানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ