বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় ঐক্যের নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক। মন্ত্রী বলেন, আমরা গনতন্ত্রে বিশ্বাসী। যারা রাজনীতি করেন তারা ঐক্য করেন, আমাদের কোন আপত্তি নেই। কিন্তু যে ঐক্য নীতিহীন, যে ঐক্য বাংলাদেশের বিরুদ্ধে যায়, যে ঐক্য স্বাধীনতাবিরোধীদের কথা বলে সেই ঐক্যের সাথে বাংলার জনগন যাবেনা। তিনি গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে পৃথিবীর মানচিত্রে শেখ হাসিনা সরকার উন্নয়নের রোল মডেল করেছেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে শিক্ষক হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে ভালো-মন্দ যাচাই বাছাই করে সাদাকে গ্রহণ করবেন বলে প্রত্যাশা করি।’ এসময় মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী,আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাউসার জীবন,রুহুল আমীন ভুইয়া,কাজী আজহারুল ইসলাম, কসবা পৌর মেয়র মো:এমরান নউদ্দিন জুয়েল,কসবা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মুরাদ সরকার , উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যারয়ের শিক্ষক ও স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক এমপি শিক্ষকদের কল্যাণ তহবিলে ব্যক্তি গত ভাবে ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।