Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস দমন আইনে ২ মামলা

নরসিংদীর জঙ্গি আস্তানা

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়ীতে জঙ্গি আস্তানার ঘটনায় পৃথক ভাবে সন্ত্রাস দমন আইনে ২টি মামলা হয়েছে। শেখেরচরে বুধবার ও মাধবদীর ঘটনায় বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শেখেরচরে ভগীরথপুর এলাকার বিল্লাল মিয়ার বাড়ীর জঙ্গি আস্তানার ঘটনায় হাফিজকে আসামী করে এবং মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাত তলা হাজী আফজালের বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় গ্রেপ্তার মেঘনা ও মৌসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।মামলায় আরো ৩/৪ জন পলাতক দেখানো হয়েছে। গ্রেপ্তার আসামী মেঘনা ও মৌকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল ইসলাম খান জানায়। উল্লেখ্য, গত সোমবার রাতে শেখেরচর ও মাধবদী গাংপাড় এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এতে অভিযানকালে এক নারী ও এক পুরুষ নিহত হয়। গ্রেপ্তার হয় ২ নারী জঙ্গি।

শেখেরচরের ঘটনায় এস আই এনায়েত কবির মামুন ও মাধবদীর ঘটনায় এস আই উত্তম কুমার পাল বাদী হয়ে পৃথকভাবে বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ