Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড.কামাল গংয়ের ষড়যন্ত্র কখনই সফল হবে না

কুষ্টিয়ায় হানিফ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের সংবিধান রচনায় ভূমিকা রাখা ছাড়া, দেশের স্বার্থ রক্ষায় তার কোন দিন কোন অবদান ছিল না। ড. কামাল হোসেন সব সময় বিদেশীদের স্বার্থ রক্ষার জন্য ব্যতিব্যস্ত। মুখে সন্ত্রাস-দুর্নীতি নিয়ে কথা বলেন অথচও এখন মহা দুর্নীতিবাজ-সন্ত্রাসের গডফাদার খালেদা, তারেক রহমানের সাথে জোট করেছেন। আসলে ড. কামাল হোসেনরা বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশ এগিয়ে যাক এটা কোনভাবেই চান না। এদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আবারও একটি ব্যর্থ-অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে অগণতান্ত্রিক সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসানো। কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশে আর কখনই বাস্তবায়ন হবে না। গতকাল দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ আয়োজিত “সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হানিফ সাংবাদিকদের কাছে প্রশ্ন করে জানতে চান ব্যারিস্টার মঈনুল হোসেন’র দলের নামটা কি? টকশোতে মাসুদা ভাট্ট্রি নামের একজন নারী সাংবাদিককে চরিত্রহীন বলে তিনি প্রমাণ করে দিয়েছেন তার মানসিকতা আসলে কি। বাংলাদেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে জড়িত এবং তাদের প্রতি আদালত দণ্ড প্রদান করার মধ্যে দিয়ে প্রমাণ করে বিএনপি একটি সন্ত্রাসী দল। জনবিচ্ছিন্ন সুবিধাবাদী চরিত্রের লোক নিয়ে দেশ ও জাতির কোন কল্যাণ আসবে না, দেশের উন্নয়নেও কোন ভূমিকা রাখবে না। সুতরাং এই জোটকে জনগণ অতীতে যেভাবে প্রত্যাখ্যান করেছে ভবিষ্যতেও সেভাবেই প্রত্যাখ্যান করবে বলে তিনি মন্তব্য করেন।

হানিফ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অতীতের ন্যায় বিএনপি যদি নাশকতা সৃষ্টি করতে চাই, পেট্রল দিয়ে মানুষ পুঁড়িয়ে হত্যা করা, জালাওপোড়াও করে দেশের সম্পদ নষ্ট করার মত রাজনৈতিক কর্মসূচি চালায় তাহলে তাদের কঠিন মাশুল দিতে হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকান্ড জনগণ আর কোন ভাবেই মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ এস এম মুস্তানজিদ অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ