Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে শেখ রাসেলের জন্মদিবস উদযাপন

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলে শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া এবং স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আবুল হাসান চৌধুরী।

স্কুলের শিক্ষক শাম্মী আকতার ও দেবশ্রী মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত। এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ