Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একের পর এক সিনেমায় অধরা খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ৮:৫৬ পিএম, ১১ জুলাই, ২০১৮

চলচ্চিত্রের সম্ভাবনাময়ী অধরা খান একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। নির্মাতাদের কাছে তার চাহিদা দিন দিন বাড়ছে। এ ধারাবাহিকতায় অধরা নতুন চারটি সিনেমায় কাজ করছেন। ইতোমধ্যে শাহীন সুমন পরিচালিত পাগলের মতো ভালোবাসি ও মুক্তিপ্রতিক্ষীত মাতাল সিনেমায় কাজ করছেন তিনি। এই দুই সিনেমার শূটিং শেষ হওয়ার আগেই পরিচালক ই¯পাহানী আরিফ জাহানের নায়ক সিনেমার কাজ শেষ করেছেন। শিঘ্রই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। স¤প্রতি ই¯পাহানী আরিফ জাহান নতুন আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। সিনেমাটির নাম ড্রিমগার্ল। নাম ভ‚মিকায় অভিনয় করবেন অধরা খান। অধরা বলেন, ক্যারিয়ারের শুরুতেই আমি গুণী নির্মাতাদের সিনেমার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য বড় একটি পাওয়া। ফিল্মে নাম লেখানোর আগে টানা তিন বছর নাচের তালিম নিয়েছি। এছাড়াও অভিনয় শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিটি সিনেমাতেই চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করছি, সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে। অধরা বলেন সালমান শাহ-শাবনূর, ওমর সানি-মৌসুমীর মতো গুণী তারকাদের সিনেমা দেখেই চলচ্চিত্রে অভিনয়ে আসার ইচ্ছা জাগে। এরপর পরিচিতজনদের উৎসাহে এই অঙ্গনে পা রাখি। এখন চেষ্টা করছি, নিজের সবটুকু যোগ্যতা দিয়ে চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে। কতটা ভালো কাজ করছি, তা দর্শক বিচার করবেন। তবে তাদের উৎসাহ পেলে আমার কাজের গতি আরও বাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধরা খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ