Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ প্রতিনিধিরা

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জনসচেতনার লক্ষ্যে হাতিরঝিল লেকে প্লাস্টিক কুড়ালেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। প্লাস্টিক পণ্যের বিরুদ্ধে সচেতনতা আনার লক্ষ্যেই এ কর্মসূচি পালন করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্কের নেতৃত্বে হাতিরঝিল লেকের প্লাস্টিক পণ্য কুড়ানো হয়। এতে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন।
প্লাস্টিক পণ্যের দূষণ প্রতিরোধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্লাস্টিক পণ্যের বিষয়ে নিরুৎসাহিত করে আসছে। এ লক্ষ্যে হাতিরঝিলের প্লাস্টিক পণ্য কুড়িয়ে সচেতনতা আনতে এ কর্মসূচি পালন করেছে ইইউ প্রতিনিধি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতিরঝিল

৯ মার্চ, ২০২২
২৫ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ