বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনসহ পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) মহানগর জজ আদালতে এ মামলাটি দায়ের করেন রুবি বেগম নামে এক ভুক্তভোগী। আদালত আগামী ২৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে জানান বাদীর আইনজীবী ফজলুল করিম ভুঁইয়া। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন- থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিন ও মোঃ আশহাদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) সাইফুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক এবং কনস্টেবল মোঃ নুরুল আলম।
বাদীর আইনজীবী জানান, গত ২৬ সেপ্টেম্বর ইব্রাহিম নামে বিদ্যুৎস্পৃষ্ট এক প্রতিবেশীকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী আবুল কাশেম ওরফে আলমগীর। পরে হাসপাতালে ইব্রাহিম মারা যান। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে ইব্রাহিম হত্যা মামলায় আটক করা হয়েছে বলে জানান। তাকে ২৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত আকবরশাহ থানায় আটকে রাখা হয়। এ সময়ের মধ্যে পরিবারের কাউকে থানায় আলমগীরের সঙ্গে দেখাও করতে দেওয়া হয়নি। ২৮ সেপ্টেম্বর রুবি বেগম থানায় গেলে আলমগীরকে ছেড়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা দাবি করা হয় এবং এ টাকা দেওয়া না হলে আলমগীরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। রুবি পরে জানতে পারেন তার স্বামীকে একটি অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর অস্ত্র উদ্ধার হয়েছে বলে থানায় মামলা করে। অথচ ২৬ সেপ্টেম্বর থেকে তার স্বামী পুলিশ হেফাজতে ছিলেন।
এদিকে আকবরশাহ থানার ওসি জসিম উদ্দিনসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম ওরফে আলমগীরকে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছেন ওসি জসিম উদ্দিন। রুবি বেগমের দায়ের করা মামলা পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেন ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।