Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান-রাশিয়া মহড়া ২১ অক্টোবর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তানের পার্বত্য এলাকায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ার সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া চালাবে। ২১ অক্টোবর শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত মহড়াটি চলবে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার প্রেস সর্ভিসের প্রধান ভাদিম আসতাফিয়েভ জানান, মৈত্রী-২০১৮ নামে পক্ষকালব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হবে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পাব্বি’র প্রশিক্ষণ রেঞ্জে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলা থেকে ৭০ জন সৈনিক এতে অংশ নেবে। আসতাফিয়েভ জানান, দুই দেশের সেনাবাহিনী সমুদ্র সমতল থেকে ১,৪০০ মিটার উচ্চতায় এই সামরিক মহড়া চালাবে। ২০১৬ সাল থেকে পাকিস্তান ও রাশিয়া এই মৈত্রী মহড়া চালিয়ে আসছে। ২০১৭ সালের মহড়ায় ২০০-এর বেশি সেনা অংশ নেয়। ওই মহড়া অনুষ্ঠিত হয় উত্তর ককেশাস এলাকায়- সমুদ্র সমতল থেকে ২,৩০০ মিটার উচ্চতায়। গত আগস্টে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের সেনা অফিসারদের প্রশিক্ষণ দেবে রাশিয়া। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ