মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান চায় আফগানিস্তানে সম্পূর্ণরূপে জঙ্গি দমন ও শান্তি প্রতিষ্ঠা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কার্যক্রম অব্যাহত রাখুক। মঙ্গলবার পাকিস্তান ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এ কথা জানান। বর্তমানে তিনি দেশটির সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে ব্রিটেনে অবস্থান করছেন। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। ব্রিটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিত করা পাকিস্তানসহ এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এসময় গফুর দাবি করেন, পাকিস্তানের সহযোগিতা ছাড়া কখনোই আল-কায়দাকে দমন করা যেত না। পাকিস্তান সেনাবাহিনীর সাহসী অভিযানগুলোই এ অঞ্চলে সন্ত্রাসী হামলার সংখ্যা কমিয়ে এনেছে। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ দমনে ভূমিকার জন্য বিশ্ববাসীর উচিত পাকিস্তানকে ধন্যবাদ দেয়া। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ত্যাগ কেউ অস্বীকার করতে পারবে না। বক্তব্যে তিনি নারী শিক্ষার বিরোধীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন। এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।