Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় ১২টি সাবমেরিন সরবরাহের কাজ পেল ফ্রান্স

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়াকে ১২টি সাবমেরিন সরবরাহ করবে ফ্রান্স। এসব সাবমেরিন ফ্রান্সই তৈরি করবে। জাপান ও জার্মানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য এসব সাবমেরিন তৈরির কাজ পায় দেশটি। বিশাল এ প্রতিরক্ষা কাজের আর্থিক মূল্য পাঁচ হাজার কোটি ডলার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গত মঙ্গলবার ফ্রান্সের সঙ্গে ডুবোজাহাজ নির্মাণ সংক্রান্ত চুক্তির কথা জানান। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। অস্ট্রেলিয়ার সরকার বলছে, এখন দেশটির নৌবাহিনীতে যে কলিন্স ক্লাস ডুবোজাহাজ আছে সেগুলো বেশ পুরোনো। এগুলোর পরিবর্তন দরকার। অস্ট্রেলিয়ার মতো দ্বীপরাষ্ট্রের জন্য সমুদ্রসীমায় নজরদারির জন্য উন্নতমানের ডুবোজাহাজ খুব দরকার বলে মনে করে দেশটির সরকার। কেবল নজরদারিই নয়, চীনের মতো উদীয়মান শক্তির বিরুদ্ধে অবস্থান সুসংহত করতে এবং মিত্র দেশগুলোর সহযোগিতার জন্যও এসবের প্রয়োজনীয়তা রয়েছে বলে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, শর্টফিন বারাকুডা ডুবোজাহাজ তৈরি হবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। দেশীয় ইস্পাতই এতে ব্যবহার করা হবে। এর ফলে অন্তত ২ হাজার ৮০০ মানুষের কর্মসংস্থান হবে। অস্ট্রেলিয়ার শ্রমিকেরাই দেশের জন্য এসব ডুবোজাহাজ তৈরি করবেন। প্রধানমন্ত্রী জানান, ১৫ মাস ধরে কাজটি বরাদ্দের প্রক্রিয়া চলেছে। এর ফলে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন টার্নবুল। ডুবোজাহাজগুলো নির্মাণের কাজ ফ্রান্সকে দেওয়ার যুক্তি হিসেবে টার্নবুল বলেন, ফ্রান্সের দরপত্রে অস্ট্রেলিয়ার বিশেষ চাহিদা পূরণ করার মতো যথাযথ বিষয় আছে। সে জন্যই তারা কাজটি পেয়েছে। এ কাজ পাওয়ার প্রতিযোগিতায় এগিয়ে ছিল জাপান। অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তে তারা হতাশ হয়েছে বলে জানিয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেন, তাঁদের কেন কাজটি দেওয়া হলো না, সে বিষয়ে অস্ট্রেলিয়ার কাছে ব্যাখ্যা চাইবে জাপান। জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রি লিমিটেড সোরইয়ো-ক্লাস ডুবোজাহাজ বানানোর প্রস্তাব দিয়েছিল। এর ওজন চার হাজার টন, দৈর্ঘ্য ছয় থেকে আট মিটার। মিতসুবিশি বলেছে, এটা খুবই দুঃখজনক যে, জাপানের সক্ষমতা সম্পর্কে অস্ট্রেলিয়াকে সঠিক ধারণা দেওয়া যায়নি। জার্মানির কোম্পানি টিকেএমএসও চুক্তিটি পাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। রয়টার্স, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়ায় ১২টি সাবমেরিন সরবরাহের কাজ পেল ফ্রান্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ